বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পীরগাছা মহিলা কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফয়সাল হাসান রাসেল (৪৮) ও মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রাজা (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ ফয়সাল হাসান রাসেলকে বুধবার দিনগত রাত পৌনে ৪ টার দিকে জুম্মাপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও জুম্মাপাড়ার বাসিন্দা জয়নাল আলীর ছেলে। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রমজান আলী হত্যার চেষ্টা মামলা রয়েছে। সেই মামলার তিনি ৫৭ নম্বর আসামি।
আরও পড়ুন: ভর্তুকি দিয়ে হলেও খাবারের মান ভালো করা হবে: বেরোবি উপাচার্য
এদিকে রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রাজাকে (২৮) দুপুর ১২ টার দিকে নগরীর খলিফা পাড়া এলাকা থেকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতার রাজা লাকিপাড়ার আশরাফ আলীর ছেলে। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদুল ইসলাম সাগরকে হত্যার চেষ্টা মামলা রয়েছে।
অন্যদিকে রংপুর জেলার পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পীরগাছা মহিলা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল, সহকারি অধ্যাপক মিজানুর রহমান কে গ্রেফতার পুলিশ।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলাসহ বিভিন্ন নাশকতা রুখতে গ্রেফতার অভিযান চলছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

৩ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·