শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আসিফ আলী উপজেলার গের্দ্দ বালাপাড়া শান্ত বাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার বলেন, আসিফ গোপনে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। সে ধার-দেনা করে জুয়া খেলে আসছিল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঋণ পরিশোধের জন্য তার পিতার কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা নিলেও সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ না করে আবারও জুয়া খেলতে শুরু করে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেফতার ২
অর্থ হারিয়ে দিশেহারা আসিফ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঞ্চরভাঙ্গা এলাকায় তিস্তা নদীর তীরবর্তী স্থানে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থা অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফের মৃত্যু হয়।
কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার জানান, নিহতের পিতার আবেদনের ভিত্তিতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে