রংপুর-৪ আসনে মনোনয়নপত্র তুললেন এনসিপির আখতার হোসেন

৩ সপ্তাহ আগে
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা। 


এ সময় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, রংপুর মহানগর সিনিয়র সদস্য সচিব আলমগীর নয়ন, জেলার যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, রংপুর-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ-আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ


এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো সময় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি রংপুরে। তাই এবার রংপুরকে বদলানোর অঙ্গিকার নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আখতার হোসেন। আগামী নির্বাচনে রংপুর-৪ আসনের ভোটাররা আখতার হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে প্রত্যাশা জানান তারা।


উল্লেখ্য, রংপুর-৪ আসনে বিএনপির এমদাদুল হক ভরসা এবং জামায়াতের এটিএম আজম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন