মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা।
এ সময় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, রংপুর মহানগর সিনিয়র সদস্য সচিব আলমগীর নয়ন, জেলার যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, রংপুর-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ-আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো সময় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি রংপুরে। তাই এবার রংপুরকে বদলানোর অঙ্গিকার নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আখতার হোসেন। আগামী নির্বাচনে রংপুর-৪ আসনের ভোটাররা আখতার হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে প্রত্যাশা জানান তারা।
উল্লেখ্য, রংপুর-৪ আসনে বিএনপির এমদাদুল হক ভরসা এবং জামায়াতের এটিএম আজম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·