রংপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দুই দালালকে জরিমানা

২ সপ্তাহ আগে
মোটা অঙ্কের টাকা ছাড়া মেলে না লাইসেন্স। এমন অভিযোগের পর রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় দুই দালালকে ১০ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি।

দালাল চক্রের দুই সদস্যের মধ্যে একজন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশ প্রহরী হাসানুর রহমান ও অপরজন ইলেকট্রিক মিস্ত্রি দেলোয়ার হোসেন।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিআরটিএর রংপুর কার্যালয়ে জেলা প্রশাসন ও দুদক যৌথ অভিযান পরিচালনা করে।

 

আরও পড়ুন: হাসিনার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের অনুমোদন

 

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুন্টু আলী বলেন, ‘রংপুর বিআরটিএ কার্যালয়ে ঘুষ, অনিয়ম, হয়রানিসহ বিভিন্ন অভিযোগে দুদক কার্যালয়ে অভিযোগ করে ভুক্তভোগীরা। এর প্রক্ষিতে জেলা প্রশাসন ও দুদকের যৌথ অভিযান চালিয়ে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশ প্রহরী হাসানুর রহমান ও ইলেকট্রিক মিস্ত্রি দেলোয়ার হোসেনের সম্পৃক্ততার বিষয়ে প্রমাণ পেয়েছি। তাদের ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস জেল দেয়া হয়েছে।’


দুদক রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, ‘ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার সময় ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়ে অর্থ আদায় করা হতো। আমরা এখানে এসে কিছু কিছু অনিয়ম দেখতে পেয়েছি। অনিয়মের বিষয়গুলো আমাদের প্রধান কার্যালয়ে পাঠিয়ে দিবো। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন