র‌্যাবের অভিযানে গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

২ সপ্তাহ আগে
হবিগঞ্জের মাধবপুরে ১শ’ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে মাধবপুর উপজেলার চোঙ্গারবাড়ি থেকে তাদের গ্রেফতার করে। রাতে র‌্যাব সিলেট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গারবাড়ি এলাকায় অবস্থান নেয়। সেখানে পলিথিনের ১০টি বস্তায় মোড়ানো ১০০ কেজি গাঁজাসহ এ সাতজনকে আটক করা হয়েছে। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়। 

আরও পড়ুন: চা বাগানে গাঁজার চালান ধরল বিজিবি


গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার খুন্তাকাটা উপজেলার লোকমান মিয়া (৩৪), শরণখোলা উপজেলার কাইয়ুম শেখ (২২) ও মোড়লগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া (১৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোর্শেদ মিয়া (২৮), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সুশীল দাস (৪০), পটুয়াখালীর দুমকি উপজেলার উজ্জল হোসেন (২৬) ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার ইমরান হোসেন (১৯)।

]]>
সম্পূর্ণ পড়ুন