যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার

৫ দিন আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ মো. জাকির হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ মে) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

 

জাকির হোসেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও দক্ষিণ উজানচর মইজুদ্দিন মন্ডল পাড়ার মৃত আলাউদ্দিন আহমেদের ছেলে।

 

আরও পড়ুন: বাড়িতে ২ কেজি হেরোইন পাওয়ার দায়ে যুবকের যাবজ্জীবন

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর আলাউদ্দিন বিশ্বাসের মুদি দোকানের সামনে থেকে ২৫ পুরিয়া হেরোইনসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার (৪ মে) সকালে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন