রোববার (২৯ জুন) রাতে সদরপুর সদর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনীর সদস্যরা।
সোমবার (৩০ জুন) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন: মো. রাজিব সর্দার (৩৩), আসাদুজ্জামান সর্দার (৩৪), সজিব তালুকদার (২৪), ওবায়দুর রহমান (৩৮), সবুজ ফকির (৩৪), সাহেব আলী (২৮), কলম প্রামাণিক (৪৮), ফারুক বিশ্বাস (৪১), ও শিবলী বিশ্বাস (৩৬)। তারা সদরপুর সদর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সেনা অভিযানে মাদক-অস্ত্রসহ ৩০ লাখ টাকা উদ্ধার, আটক ১
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত মাদক কারবার, ডাকাতি ও থানায় হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় এদের বিরুদ্ধে নাম রয়েছে। গ্রেফতারদের মধ্যে ৮ জন এজাহারভুক্ত আসামি এবং বাকি ৫ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অভিযান অব্যাহত থাকবে।