শনিবার (২১ জুন) বিকালে গ্রেফতার স্কুল শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদরপুর থানা পুলিশ।
গ্রেফতার নাসির উদ্দিন প্রিন্স উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র এবং উপজেলার ভাষানচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একই উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামের মো. ইস্কান্দার আলীর মেয়ে ও চর নাছিরপুর ইউনিয়নের জালালপুর কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন্নাহার ইলা স্বামী নাসির উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে থানায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এ মামলায় তার শাশুড়ি নাজমা বেগমকেও আসামি করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে নাশকতার মামলায় স্কুলশিক্ষক গ্রেফতার
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিক্ষক নাসির উদ্দিন প্রিন্সের সঙ্গে মাত্র ২ মাস আগে সামছুন্নাহার ইলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী নাসির উদ্দিন প্রিন্স অন্য এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক জানতে পারে স্ত্রী সামছুন্নাহার ইলা। এ সম্পর্কে বাধা দিলে শিক্ষক নাসির উদ্দিন প্রিন্স তাকে শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে এবং মোটা অঙ্কের যৌতুক দাবি করেন। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সামছুন্নাহার ইলাকে মারধর করা হয়। সর্বশেষ গত ২১ এপ্রিল রাতে নাসির উদ্দিন প্রিন্স তাকে শারীরিক মানসিক নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, শিক্ষিকা সামছুন্নাহার ইলা বাদী হয়ে স্বামী নাসির উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে যৌতুকে দাবিতে নির্যাতনের অভিযোগ এনে শুক্রবার মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে প্রিন্সকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।