শনিবার (৩০ আগস্ট) ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বার্নলিকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রায়ান এমবিউমো ও ব্রুনো ফার্নান্দেসের গোলের পাশাপাশি ইউনাইটেড একটি আত্মঘাতী গোল উপহার পেয়েছে। বার্নলির জশ কুলেন গোলটি করেন।
বার্নলির পক্ষে লাইল ফস্টার ও জেইডন অ্যান্থনি দুটি গোল শোধ করেন।
এই জয়ে ম্যান ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের বুক থেকে আপাতত অস্বস্তির পাথর নেমে গেছে। নতুন মৌসুমে লিগে জয় পেতে তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলো তার দলকে। আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল ম্যান ইউনাইটেডের শেষ ম্যাচ। স্বস্তি নিয়েই বিরতিতে গেল রেড ডেভিলরা।
আরও পড়ুন: ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনের গোলে জিতে টেবিলের শীর্ষে চেলসি
ম্যাচের ২৭ মিনিটে কুলেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ক্যাসেমিরোর হেড বারে লেগে ফিরে আসলেও কুলেনের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
তবে, রক্ষণভাগের দূর্বলতা লিড ধরে রাখতে দেয়নি ইউনাইটেডকে। ৫৫ মিনিটে লাইল ফস্টারের গোলে সমতায় ফেরে বার্নলি।
৫৭ মিনিটে আবার ইউনাইটেডকে এগিয়ে দেন এই মৌসুমে ব্রেন্টফোর্ড থেকে আসা এমবিউমো গোল করেন এবার। কিন্তু ৬৬ মিনিটে বার্নলি সমতায় ফেরে অ্যান্থনির গোলে।
আরও পড়ুন: ৮৫১ কোটি টাকা খরচে সিমন্সকে দলে ভেড়াল টটেনহ্যাম
আরও একবার ড্র নিয়ে মাঠ ছাড়াই ইউনাইটেডের ভবিতব্য মনে হচ্ছিল। কিন্তু শেষবেলায় জমে ওঠে নাটক। আমাদ দিয়ালোকে ফাউলের অভিযোগে পেনাল্টি দাবি করে রেড ডেভিলরা। ভিএআর দেখে দীর্ঘ সময় নিয়ে পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
গত ম্যাচে পেনাল্টি মিস করা ব্রুনো এদিন স্পটকিকে আর ভুল করেননি। তাতেই জয় ধরা দেয় ইউনাইটেডকে।