যোগ করা সময়ের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

৪ সপ্তাহ আগে
লা লিগায় জিরোনার বিপক্ষে পয়েন্ট প্রায় খোয়াতেই বসেছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হয়ে দলকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেন রোনাল্ড আরাহো। তাতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লিগ টেবিলেরও শীর্ষে উঠে আসল কাতালানরা।

ঘরের মাঠে শনিবার (১৮ অক্টোবর) জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে গোল দুটি করেছেন পেদ্রি ও আরাহো। জিরোনার হয়ে একটি গোল শোধ করেন অ্যাক্সেল উইটসেল।

 

ইনজুরি আক্রান্ত বার্সা। দলে নেই  রাফিনিয়া, লেওয়ানডস্কি, গাবি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়ার মতো তারকারা। কিন্তু এরপরও এদিন আধিপত্য করে খেলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় তারা। তবে লক্ষ্য বরাবর ছিল মাত্র ৬ শট।

 

আরও পড়ুন: মায়ামিতে বার্সেলোনার ম্যাচ, খেলা বন্ধ রেখে প্রতিবাদ লা লিগার খেলোয়াড়দের

 

এদিন ম্যাচ শুরুর ১৩তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। লামিন ইয়ামালের পাস পেনাল্টি এরিয়ায় পেয়ে দারুণ এক শটে গোল আদায় করে নেন পেদ্রি। তবে সমতায় ফিরতে দেরি করেনি জিরোনাও। মার্তিনেজের ক্রস বাইসাইকেল কিকে বার্সার জালে জড়ান অ্যালেক্স উইটসেল। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের পুরোটায় আক্রমণে দাপট দেখিয়েও আর গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ম্যাচ এগোচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকে। তবে ত্রাণকর্তা হয়ে উদ্ধার করলেন আরাহো।

 

শেষ বাঁশি বাজার এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ৮২তম মিনিটে মাঠে নামা এ ডিফেন্ডার। তাতে রোমাঞ্চর এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

 

আরও পড়ুন: ৩৯ দিনেই চাকরি হারালেন পোস্তেকোগ্লু

 

৯ ম্যাচে সপ্তম জয়ে ২২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা। তাদের তুলনায় এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। 

]]>
সম্পূর্ণ পড়ুন