জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। সে ম্যাচের আগে প্রস্তুতি সারতে আজ জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয়েছিল লাল সবুজরা। শুরুর একাদশে সমিত সোম ও কিউবা মিচেল না থাকলেও ছিলেন জায়ান আহমেদ ও হামজা। এদিন প্রথমার্ধে পুরোপুরি হতাশ করেছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। লেস্টার সিটি তারকা নিজের কাজটা ঠিকঠাক করলেও সতীর্থদের ব্যর্থতায় কাজ হচ্ছিল না। বক্সে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। এর মধ্যে ২৯তম মিনিটে গোল হজম করে বসে স্বাগতিকরা। বাংলাদেশের রক্ষণে আচমকা ঢুকে কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়ান রোহিত চাঁদ। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লাল সবুজরা। অনেক চেষ্টা করেও প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি লাল সবুজরা।
আরও পড়ুন: হামজার বিপক্ষে খেলতে রোমাঞ্চিত নেপালও
দলের শক্তি বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে সমিত সোমকে মাঠে নামিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। অন্যদিকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই প্রথমার্ধের সব হতাশা কাটিয়ে দেন হামজা। এ অর্ধের প্রথম মিনিটেই তার দুর্দান্ত ওভারহেড কিকে করা গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ডান পাশ থেকে ফাহিমের ক্রস নেপালের এক খেলোয়াড় হেডে বিপদমুক্ত করতে চেয়েছিলেন, সেই বল বক্সের বাইরে পেয়ে যান জামাল ভূঁইয়া। তার বাড়ানো বলটি পেয়ে উল্টো হয়ে বাই-সাইকেল চালানোর ভঙ্গিতে কিক করে জালে পাঠান হামজা।
সমতায় ফেরার তিন মিনিট পরই জাতীয় স্টেডিয়ামের বাধভাঙা উল্লাস দ্বিগুণ করে দেন হামজা। ৪৮তম মিনিটে রাকিব হোসেন নেপাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। নেপালের গোলরক্ষককে পরাস্ত করে সফল স্পট কিকে লাল সবুজ জার্সিতে চতুর্থ গোলটি তুলে নেন হামজা।
আরও পড়ুন: নেপালের বিপক্ষে খেলতে নামলেও বাংলাদেশের ভাবনায় ভারত ম্যাচ
লেস্টার সিটির এ তারকা যতক্ষণ মাঠে ছিলেন চাপেই ছিল নেপাল। তবে হালকা চোট পাওয়ায় সতর্কতা হিসেবে ৮০তম মিনিটেই তাকে তুলে নেন কাবরেরা। দেরি হলেও তার অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে নেয় নেপাল। ২০২০ সালের ১৩ নভেম্বরের পর নেপালের বিপক্ষে আরেকটি জয় তুলে নেয়া থেকে মাত্র ২ মিনিট দূরে ছিল বাংলাদেশ। ঠিক তখন কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে নেপালকে সমতায় ফেরান অনন্ত তামাং। তাতে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
]]>
৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·