গত মে মাসে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। চলতি মাসে আরও একবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এবারের সিরিজ অবশ্য ঘরের মাঠেই। আগামী রোববার (২০ জুলাই) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়বে। এরপর ২২ ও ২৪ জুলাই সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এই সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে দেশের দুটি বেসরকারি চ্যানেলে। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে থাকছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। চ্যানেল দুটি সরাসরি এই সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করবে।
আরও পড়ুন: জিততে হলে বাজে ক্রিকেট খেলা বন্ধের তাগিদ টাইগারদের কোচের
এই সিরিজের টিভি সম্প্রচার স্বত্ব বিক্রিতে রীতিমতো ঘাম ছুটেছে বিসিবির। বিসিবির দেয়া ৪ কোটি টাকার টেন্ডার বিজ্ঞপ্তিতে শুরুতে সাড়া দেয়নি দেশীয় কোনো টেলিভিশন চ্যানেল। পরে আলোচনার ভিত্তিতে কিছুটা ছাড় দিয়ে টিভি স্বত্ব বিক্রি করতে হয়েছে বিসিবিকে। এমন অবস্থার পেছনে পরিবর্তিত পরিস্থিতিকে দায় দিলেন বিসিবি পরিচালক এবং মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। একদিকে দেশের সেরা তারকাদের বিদায় ও নতুন তারকা উঠে না আসার বিষয়টি তো আছেই, অন্যদিকে ফুটবলে হামজা চৌধুরী-সমিত সোমের মতো তারকারা আসায় ফুটবলের জনপ্রিয়তার গ্রাফ ওপরের দিকে উঠছেই। এসব কারণে ক্রিকেট নিয়ে সমর্থকদের উন্মাদনা অনেকটাই কমে গেছে। আর তাতে দেশীয় চ্যানেলগুলো সম্প্রচারস্বত্ব কেনায় আগ্রহ হারাচ্ছে।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজে ফিন অ্যালেনের জায়গায় কনওয়েকে নিল নিউজিল্যান্ড
এ বিষয়ে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, এটা (পারফরম্যান্স) অন্যতম কারণ হতে পারে। এটা তো বলা যায় না কেন আগ্রহ কম। তব এমনিই বর্তমানে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে (পুরো দেশ)। ফুটবল ভালো করছে, অনেকে বলছে আইকন আছে (প্রবাসী নতুন ফুটবলাররা)...সবকিছুই। পুরো দৃশ্যপট মিলিয়েই এই অবস্থা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবসময় লম্বা সময় নিয়ে কাজ করি। আমাদের দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা পাকিস্তানের কাজ শুরু করতে একটু দেরি করেছি। জিম্বাবুয়ের সময় একই অবস্থা ছিল। এখন যে প্রক্রিয়াতে যাচ্ছি, টেন্ডার হয়ে গেছে (পাকিস্তান সিরিজের)। আগস্ট-সেপ্টেম্বর থেকে আমরা লম্বা সময় দিয়ে দিব। তখন আর এই সমস্যাটা হবে না।'
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংক। আর টিকিট বিক্রির অফিসিয়াল পার্টনার হিসেবে থাকছে মধুমতী ব্যাংক।