মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ফেসবুকে দেয়া একটি পোস্টে এমন তথ্য জানায় বিডব্লিউওটি।
এতে বলা হয়, আগামী ১৯ এবং ২০ নভেম্বর কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলা ও এর আশপাশের অল্পকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।
তবে এসব জেলার সকল স্থানে বৃষ্টি হবে না। এমনকি একটানা ভারি বৃষ্টিও হবে না। এছাড়া এই সময়ে দেশের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
তবে দেশের অন্যজেলাগুলোতে আগামী ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম।
সাগরে লঘুচাপ
এদিকে আবহাওয়া দফতরের তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
]]>
১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·