বনির ওজন বর্তমানে ৮৮ কেজি তার লক্ষ্য ৮৫ কেজিতে পৌঁছানো। বনি বলেন, 'নিয়মিত আমলা এবং কিউই জাতীয় ফল, দুটি ডিমের অমলেট, ডাল এবং সবজির সঙ্গে স্যুপ বা রুটি খেয়ে তিনি ওজন কমিয়েছেন। রাতের খাবারে তন্দুরি চিকেন বা স্যুপ খান তিনি। মাঝে মাঝে অবশ্য চিট ডেও করেন, তবে তাতে তার মন কখনওই বিচলিত হয় না।
এরপর বনি জানান যে, কীভাবে শ্রীদেবী তাকে চুল প্রতিস্থাপনের জন্য অনুপ্রাণিত করেন। তিনি বলেন, ‘শ্রীদেবী যখন বেঁচে ছিলেন, তখন তিনি আমাকে চুল প্রতিস্থাপন করতে বলেছিলেন। এমনকি তিনি আমাকে তা করার জন্য নিয়েও গিয়েছিলেন। কিন্তু আমি ভেবেছিলাম, আমার কাছে শ্রীদেবী থাকা সত্ত্বেও আমার চুলের কী দরকার? শ্রীদেবীর চেয়ে সুন্দর আর কেউ থাকতে পারে না।’
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর, পাত্র কে?
বনি আরও বলেন, ‘শ্রীদেবী আমাকে ধূমপান ছাড়তেও সাহায্য করেছিলেন।’ বনি জানান, বিয়ের আগে যখন তারা নিউ ইয়র্কে ছিলেন, তখন শ্রীদেবী তাকে বলেছিলেন তিনি যাদের ভালোবাসেন তাদের জন্য ধূমপান ছেড়ে দিন। আর তা শুনে বনি তার সিগারেট এবং লাইটার ফেলে দিয়েছিলেন। তাছাড়া, তিনি পুরো সিগারেটের বাক্সটি পানি দিয়ে ভরে দিয়েছিলেন এবং ১২ বছর ধরে ধূমপান থেকে বিরত ছিলেন।'
আরও পড়ুন: ছেলের ২৩তম জন্মদিনে আবেগঘন বার্তা টুইঙ্কেল-অক্ষয়ের
এর পর, তিনি আবার ধূমপান শুরু করলে শ্রীদেবী আবার তাকে ছেড়ে দিতে বলেন। তবে শ্রীদেবীর মৃত্যুর পরও তার সিগারেটের প্রতি ইচ্ছে কিন্তু স্ত্রীর স্মৃতিতেই তিনি সিগারেটের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বনি বলেন, ‘যখন শ্রীদেবীর মৃতদেহ আমার সামনে ছিল, তখন আমি ভেঙে পড়েছিলাম। আমি বারান্দায় গিয়েছিলাম এবং সেখানে অনেকে ধূমপান করছিল। আমারও মনে হয় খাই আবার। কিন্তু শ্রীদেবীর জন্য আমি আর ধূমপান করিনি।’