রফিকুল ইসলাম বলেন, ‘রোববার (১৩ জুলাই) রাত ১০টার দিকে কারখানা থেকে আমার ভাইকে ফোন দিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। আর আজ সকাল ৯টার দিকে বাসায় ফিরে দেখি দরজা তালাবদ্ধ। পরে তালা ভেঙে কক্ষে ঢুকে স্ত্রী ময়না ও মেয়ে রাইসা ও ছেলে নীরবের গলাকাটা লাশ বিছানায় দেখে আমি জ্ঞানি হারিয়ে ফেলি।’
সোমবার দুপুরে ভালুকা পৌরসভার টিঅ্যান্ডটি রোড এলাকার ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
একই বাসায় পাশের কক্ষে থাকতেন রফিকুলের ভাই নজরুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের গ্রামে। পোশাক কারখানায় চাকরির সুবাদে ভালুকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন রফিকুল। ঘটনার পর থেকে নজরুল পলাতক। পুলিশ নজরুলের কক্ষ থেকে রক্তমাখা দা উদ্ধার করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ২ সন্তানসহ মাকে গলা কেটে হত্যা, দেবর নিখোঁজ
রফিকুল ইসলামের বাসার পাশের বাসায় ভাড়া থাকেন ছমনা খাতুন নামের এক নারী। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে রান্নার কাজ করেন। তিনি বলেন, ‘গতকাল রাতে বাড়িতে ছিলাম। বৃষ্টির কারণে কোনো শব্দ পাইনি। আজ সকাল ৯টার দিকে বাসা থেকে কাজে যাওয়ার সময় দেখি রফিকুল তার বাসায় ডাকাডাকি করছে। পরে আমি কাজে চলে যাই। এখন বাসায় এসে এমন ঘটনা শুনে তো আমি হতবাক।’
নিহত ময়নার বড় বোন নাজমা আক্তার আহাজারি করে বলেন, আমার বইনরে মারছে, ভাগনি, ভাগনে সবাইরে মারছে। ছুডু বেলায় আমার বাপ মরছে, খুব কষ্ট কইরা আমরা বড় অইছি। আমরার সন্দেহ তার দেউরে (দেবর) বেহেইরে (সবাইকে) মারছে, আমরা তার ফাঁসি চাই।’
পুলিশ জানায়, নজরুল ইসলাম গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি হত্যা মামলায় দুই বছরের বেশি জেলে ছিলেন। আড়াই মাস আগে জামিন মুক্ত হন। বড় ভাই রফিকুল ইসলাম ৪০ হাজার টাকা দাদনে নিয়ে জামিনের ব্যবস্থা করেছিলেন। বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। বাড়িটির যে কক্ষে নজরুল থাকতেন, সেখানকার খাটের নিচ থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। তিনি ভালুকা পৌর এলাকায় এক ব্যক্তির কাছে সকাল ৮টার দিকে নিজের মুঠোফোনটি বিক্রি করে পালিয়েছেন। মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, ‘ধারণা করছি, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের দেবরের সংশ্লিষ্টতা থাকতে পারে, তার সন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।’
]]>