যে বুফেতে খেতে টাকা লাগে না!

৩ সপ্তাহ আগে
ব্যস্ত শহরে দুপুরের প্রখর রোদে ক্ষুধার যন্ত্রণায় কাতর শিশু। খাবারের অপেক্ষায় রয়েছেন বিভিন্ন বয়সী আরও অনেকে। কিছু সময় পরে তাদের জন্য সাজিয়ে রাখা খাবার সারিবদ্ধভাবে নিতে শুরু করেন তারা। গরিবের এই বিনা পয়সার বুফে সাজানো রয়েছে মাছ-ডিমসহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী দিয়ে।

এক মাস ধরে প্রতি রোববার খুলনার শিববাড়ির মোড়ে ফুটপাতের ধারে এভাবেই দরিদ্র,অসহায় মানুষদের খাবার খাওয়ানোর আয়োজন দেখা যায়। রাস্তা ঘেঁষে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা রিকশায় বসে চালকদেরও সেই খাবার খেতে দেখা গেল। সবার প্লেটেই খাবার। হাতে পেয়েই খেতে শুরু করেছেন তারা। বহুদিন পর বিনা পয়সায় একটু ভালো খাবারের স্বাদ পেয়ে আনন্দিত সবাই। অন্তর থেকে দোয়ার কথা জানান আয়োজকদের প্রতি।


গনি শেখ নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয় ফুটপাতে। খাওয়া শেষে দু’হাত তুলে দোয়া করছিলেন তিনি। জানালেন দুদিন ধরে পথে পথে ঘুরছেন কাজের সন্ধানে। সকাল থেকে শুধু পানি খেয়েছেন। এখানে এসে ক্ষুধার কথা বললে প্লেট ভরে খাবার দিয়েছে। পেট ভরে খেতে পেরে তাই শুকরিয়া প্রকাশ করছেন আল্লাহ্‌র কাছে।

আরও পড়ুন: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মাছের পোনা ছেড়ে প্রতীকী প্রতিবাদ

প্রায় ৪ কিলোমিটার দূর থেকে পায়ে হেটে এসেছেন মাজেদা বেগম। তিনি বলেন, সন্তান নেই, স্বামী নেই। খাবার কিনে খাওয়ার মত টাকাও নেই। শেষ কবে একসাথে মাছ, ডিম, সবজি দিয়ে ভাত খেয়েছেন মনেও নেই।


অসহায় মানুষের জন্য বিনামূল্যে এমন বুফে খাবারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। প্রতি রোববার দুপুর  ২টা থেকে ৪টা পর্যন্ত এ স্থানে এমন খাবারের আয়োজন করেন তারা। বিত্তবানদের সহযোগিতা পেলে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।


সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির মেঘ জানান, নিম্ন আয়ের, কর্মহীন, অসহায় মানুষেরা সাধারণত একসাথে অনেক রকমের খাবার পেট ভরে খেতে পারে না। তাদের জন্যই আমাদের এ আয়োজন। খাবার পেয়ে তাদের মুখে যে অনাবিল সুন্দর হাসি ফুটে ওঠে তা যে কোনো দৃশ্যের চেয়ে সুন্দর।

]]>
সম্পূর্ণ পড়ুন