ডিএমটিসিএল সূত্রে জানানো হয়, যাত্রীরা সঙ্গে করে দুই লাখ একক যাত্রার টিকিট নিয়ে যাওয়ায় সংকট দেখা দেয়। এই সংকট কাটাতে নতুন করে চার লাখ ৯০ হাজার টিকিট আনার ব্যবস্থা নেো হয়। এর মধ্যে গত নভেম্বরে নতুন নকশায় ২০ হাজার টিকিট আনা হয়। কিন্তু তা চাহিদা পূরণে যথেষ্ট নয়। এছাড়া নতুন নকশায় জাতীয় শহীদ মিনার, স্মৃতি সৌধ, সংসদ ভবন ও শাপলা ফুলের ছবি না থাকায় তা নিয়ে সমালোচনার তৈরি হয়৷
এ অবস্থায় একক টিকিটের সংকট কাটাতে আগামী ফেব্রুয়ারি মাসে আরও ২০ হাজার টিকিট আনা হবে। পরে মার্চে এক লাখ এবং মার্চের পর আরও এক লাখ ৯০ হাজার টিকিট আসবে।
এদিকে একক টিকিটের পাশাপাশি কাগজের কিউআরসহ মোবাইল স্ক্যানার ব্যবস্থা চালুরও উদ্যোগ নেয়া হচ্ছে।
]]>