যে দুটি খাবার এড়িয়ে চলেন সালমান খান

৪ সপ্তাহ আগে
পারিবারিক কারণে সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল বলিউড মেগাস্টার সালমান খান। সে কারণে দুটি খাবার কখনই ছুঁয়ে দেখেন না অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জান যায়, কয়েক বছর আগে  ‘আপ কি আদালত’ নামের টকশোতে দেয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘আমি সর্বধর্ম সমন্বয়ে’ বিশ্বাস করি। আমার মা হিন্দু, বাবা মুসলিম, আমার আরেক মা হেলেন খ্রিস্টান। তাই সব ধর্মকেই আমি সম্মান করি।

 

সালমান আরও বলেন, সব ধর্মের মানুষ থাকায় আমার বাড়িটা এক টুকরো হিন্দুস্তান বলতে পারেন। আর আমাকে সব ধর্মের মানুষও বলতে পারেন। আমি মনে করি, প্রত্যেকেরই উচিত সব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করা।

 

আরও পড়ুন: কহি মিল গায়া সিনেমার ভিনগ্রহী ‘জাদু’ আসলে কে ছিলেন?

 

এরপরই সালমান বলেন,

 

আমি গোমাংস এবং পর্ক (শুয়োরের মাংস) ছাড়া সবকিছু খাই। আমি সব ধর্মের প্রতি সম্প্রীতি বজায় রাখতে ভালোবাসি।

 

আরও পড়ুন: হানিয়া আমির প্রসঙ্গে বোমা ফাটানো তথ্য দিলেন চিকিৎসক

 

প্রসঙ্গত, দক্ষিণী পরিচালক এআর মুরুগাদ্দসের ‘সিকান্দার’ সিনেমার শুটিং নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সালমান খান। এ সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী নায়িকা রাশমিকা মন্দানা। বিগ বাজেটের এ সিনেমা ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন