যে ক্লাবে যোগ দিতে মরিয়া মার্টিনেজ

১ সপ্তাহে আগে
অ্যাস্টন ভিলা ছাড়ছেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, মৌসুম শেষ হওয়ার আগে থেকেই শোনা গিয়েছিলো এমন গুঞ্জন। ভিলা পার্কে মৌসুমের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত-সমর্থকদের বিদায় জানানোর পর থেকেই শুরু হয় এই গুঞ্জন। তবে ভিলা পার্ক ছেড়ে কোথায় পাড়ি জমাবেন মার্টিনেজ, সেই আলোচনায় তখন ছিলো বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।

গতকালই (২০ জুন) নতুন গোলকিপার গার্সিয়াকে সাইন করিয়েছে বার্সেলোনা। সেক্ষেত্রে মার্টিনেজের ক্যাম্প ন্যূ’তে পাড়ি জমানোর কোনো সম্ভাবনা নেই। তার একমাত্র স্বপ্ন নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া। 

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান’এর প্রতিবেদনে বলা হয়েছে, ওল্ড ট্রাফোর্ডে কঠিন একটা মৌসুম পার করা স্বত্ত্বেও সমালোচকদের ভুল প্রমাণ করতে চান ওনানা। সংবাদমাধ্যমটি আরও জানায়, এই গ্রীষ্মে নতুন গোলরক্ষক কিনতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ, ক্লাবটির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আলতায়ে বেইন্দির চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

 

আরও পড়ুন: ফিফার বিবেচনায় কনফেডারেশন কাপ, মুখোমুখি হবেন মেসি-রোনালদো!

 

দ্য সান’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউনাইটেডের নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ম্যান ইউ’র স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে শুধু মার্টিনেজই যে ইউনাইটেডে যোগ দিতে চাচ্ছেন ব্যাপারটা এমন নয়, ক্লাবটিরও নাকি তাকে নিয়ে আগ্রহ আছে। 

 

ব্রিটিশ সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ইউনাইটেডের প্রধান কোচ আমোরিম স্কোয়াড পুনর্গঠনের পরিকল্পনা করছেন। সে লক্ষ্যে তিনি অভিজ্ঞ খেলোয়াড় খুঁজছেন, পাশাপাশি ভালো নেতৃত্ব দিতে পারেন এমন খেলোয়াড়ও খুঁজছেন। যেখানে তার চোখ আছে মার্টিনেজেরও প্রতিও। 

 

আরও পড়ুন: এবার ব্রাজিলিয়ান ক্লাবের কাছে ধরাশায়ী চেলসি

 

জানা গেছে, মার্টিনেজকে বেশ পছন্দ করেন পর্তুগিজ এই কোচ। এমনকি ২০২০ সালে স্পোর্টিং লিসবনে তাকে আনার জন্য ‍উদ্যোগ নিয়েছিলেন আমোরিম। শেষ পর্যন্ত তাকে দলে টানতে ব্যর্থ হন এই কোচ। সে সময় আমোরিমের অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে এই গ্রীষ্মে। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে আমোরিমের অধীনে খেলতে দেখা যেতে পারে মার্টিনেজকে। 

 

মার্টিনেজকে দলে টানার আগ্রহের পাশাপাশি ওনানাকে ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করছে ইউনাইটেড। ইউনাইটেডের হয়ে যে সময় পার করেছেন ওনানা, তা নিশ্চই তিনি ভুলে যেতে চাইবেন। যে কারণে তাকে আর দলে রাখতে চাইছে না ইউনাইটেড।

]]>
সম্পূর্ণ পড়ুন