যে কারণে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্টে লাঞ্চের আগেই হবে চা বিরতি

২ সপ্তাহ আগে
সাধারণত ডে-নাইট টেস্টে সাপার বা সান্ধ্য খাবারের বিরতির আগে চা বিরতি দেয়া হয়। এবার দিনের টেস্ট ক্রিকেটেও এমন ঘটনা ঘটতে যাচ্ছে। ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে আগে চা বিরতি এবং পরে হবে লাঞ্চ বা মধ্যাহ্ন বিরতি। ম্যাচটির ভেন্যু গুয়াহাটিতে সূর্যোদয় ও সূর্যাস্ত বেশ আগেভাগে হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

২২ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাওয়া এই টেস্টটিই গুয়াহাটিতে প্রথম টেস্ট। এর আগে এই শহরটিতে মেয়েদের বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ আয়োজন করা হয়েছিল। ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে অপেক্ষাকৃত আগেভাগে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়ে থাকে। আসামের রাজধানী গুয়াহাটিতে টেস্ট আয়োজনের বেলায় এই বিষয়টি মাথায় রেখেছে ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।


বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, যিনি নিজেও গুয়াহাটির বাসিন্দা, নিশ্চিত করেছেন যে এই টেস্ট ভারতের অন্যান্য ভেন্যুতে হওয়া টেস্টের তুলনায় আধা ঘণ্টা আগে শুরু হবে। উদাহরণস্বরূপ, কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে সকাল ৯টা ৩০-এ, কিন্তু গুয়াহাটিতে খেলা শুরু হবে সকাল ৯টায়।


আরও পড়ুন: দারুণ একটা সেশন কাঁটাল বাংলাদেশ


গুয়াহাটিতে টস হবে সকাল ৮টা ৩০-এ (ভারতীয় সময়), প্রথম সেশন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে, এরপর ২০ মিনিটের চা বিরতি। লাঞ্চের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা ২০ থেকে ২টা পর্যন্ত, এবং শেষ সেশন চলবে বিকেল ৪টা পর্যন্ত (প্রয়োজনে আধা ঘণ্টা অতিরিক্ত খেলা যাবে)।


সাইকিয়ার ব্যাখ্যা অনুযায়ী, সকাল ১১টার দিকে লাঞ্চ নিলে তা খেলোয়াড়দের জন্য খুব তাড়াতাড়ি হয়ে যেত, তাই বিসিসিআই সময়সূচিতে সামান্য পরিবর্তন এনেছে।


আরও পড়ুন: অ্যাশেজে হ্যাজেলউডের খেলা নিয়ে শঙ্কা


ইএসপিএন-ক্রিকইনফোকে তিনি বলেন, 'এটা একেবারেই বাস্তবসম্মত সিদ্ধান্ত। শীতকালে উত্তর-পূর্ব ভারতে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই বেশ আগেভাগে হয়। বিকেল ৪টার মধ্যেই আলো কমে যায়, তাই খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়। সেই কারণেই আমরা খেলা সকাল ৯টা থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।'


শুক্রবার (১৪ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট দিয়ে সিরিজটি মাঠে গড়াবে। এই ম্যাচে টসে ব্যবহৃত হবে একটি বিশেষ স্বর্ণমণ্ডিত মুদ্রা—যার এক পাশে থাকবে বিসিসিআইয়ের প্রতীকচিহ্ন এবং অন্য পাশে ক্রিকেট সাউথ আফ্রিকার।
 

]]>
সম্পূর্ণ পড়ুন