বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার দিয়ার বাঘইলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহত মানিকের পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিকের বোন ইয়াসিন আরা। তিনি বলেন, ‘হত্যা মামলা নথিভুক্তের পর তিন আসামিকে গ্রেফতার করেছিলো পুলিশ ও র্যাব। তবে অদৃশ্য কারণে অন্যান্য আসামি গ্রেফতারে প্রশাসনের কোনো তৎপরতা নেই।’
আরও পড়ুন: স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, পরদিন মিলল যুবলীগ নেতার মরদেহ
ইয়াসিন আরা অভিযোগ করে বলেন, ‘মামলার প্রধান আসামিসহ কয়েকজন আসামি বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। রূপপুরের মতো একটা জনগুরুত্বপূর্ণ এলাকায় প্রশাসনের নাকের ডগা দিয়ে হত্যাকাণ্ডে জড়িত এসব সন্ত্রাসীর বীরদর্পে ঘুরে বেড়ানো সাধারণ মানুষের জন্য ভীতি ও হুমকির কারণ।’
তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতারের দাবি জানান। সংবাদ সম্মেলনে নিহত মানিকের বাবা-মাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এবার শেখ হাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সকালে উপজেলার রূপপুর মোড়ে মক্কা হোটেলের পেছনে যুবলীগ কর্মী মানিককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পরপরই পুলিশ ও র্যাব এ মামলার ৩ আসামিকে গ্রেফতার করে।
]]>