যুবরাজ সিংয়ের বাবার দৃষ্টিতে গিলের ট্রিপল সেঞ্চুরি মিসটি ফৌজদারি অপরাধ

৪ সপ্তাহ আগে
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৩২টি ট্রিপল সেঞ্চুরি হয়েছে। যার তিনটি ভারতীয়দের। ভারতের হয়ে সবশেষ ট্রিপল সেঞ্চুরি করেছিলেন করুণ নায়ার, সেটাও প্রায় এক দশক আগে। দীর্ঘদিন পর ট্রিপল সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল।

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করেন গিল। ৩৮৭ বলে ২৬৯ রান করে জশ টাংয়ের বলে অলি পোপকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। গিলের সেঞ্চুরি মিসের এই ব্যাপারটিকে ফৌজদারি অপরাধের কাতারে ফেলছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। খবর টাইমস অব ইন্ডিয়ার।


গিলের ট্রিপল সেঞ্চুরি মিস করার ব্যাপারটিকে মেনে নিতে পারছেন না ৬৭ বছর বয়সি যোগরাজ। ফৌজদারি অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যাও, ৩০০ করো, তারপর ৩৫০, এমনকি ৪০০-ও; ওগুলোও আসবে। কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। আমার মনোভাব হলো, যেকোনো পর্যায়ে আউট হওয়া একটা ফৌজদারি অপরাধ। ভাই, তুমি কীভাবে আউট হলে? ক্লান্ত ছিলে? সরাসরি হাতে শট খেলে ফেলেছো।’


আরও পড়ুন: দ্রুততম সেঞ্চুরি করা সূর্যবংশী কেড়ে নিলেন শান্তর বিশ্ব রেকর্ড


যোগরাজ যোগ করেন, ‘একজন খেলোয়াড়ের ক্ষুধা কখনওই মরে যাওয়া উচিত নয়। শুধু বলছি। আমি ২০০ করলাম, ২৫০ করলাম— ওকে, ভালো খেলেছো, ঠিক আছে। কিন্তু আমি কখনওই বলি না ভালো খেলেছো। ভাই, এটা তোমার কাজ। তুমি আউট হয়ে গেলে কেন?’


যোগরাজ গিলের ট্রিপল সেঞ্চুরি করার জন্য আফসোস করলেও এজবাস্ট টেস্টে ভারত দল খারাপ অবস্থানে নেই। পরের ইনিংসেও সেঞ্চুরি করে গিল ছুঁড়ে দিয়েছেন ৬০৮ রানের বিশাল লক্ষ্য। রান তাড়ায় স্বাগতিক দল এরইমধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলেছে।


৬ উইকেটে ১৫৩ রান করে লাঞ্চে গেছে ইংল্যান্ড। দিনের খেলা বাকি আরও প্রায় ৫৫ ওভারের মতো। জয়ের জন্য ইংল্যান্ড করতে হবে আরও ৪৫৫ রান। এই ফরম্যাটে কোনো দলেরই ৪১৮ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। বলা যায়, ভারত জয়ের দ্বারপ্রান্তেই।

]]>
সম্পূর্ণ পড়ুন