যুবদল নেতাকে হত্যা করে পালানোর সময় রিকশাচালককে দুর্বৃত্তদের গুলি

১ সপ্তাহে আগে
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা পালানোর সময় এক অটোরিকশা চালককে গুলি করে আহত করেছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

 

গুলিবিদ্ধ ওই চালকের নাম আরিফ (২০)।

 

আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. পিয়ারুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি মিরপুর সাড়ে ১১, সি ব্লক মোড়ের ঢালে অবস্থান করছিলেন। এ সময় রাস্তার পাশে রিকশার পাশে পড়ে থাকা অবস্থায় তিনি আহত আরিফকে দেখতে পান। কেউ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না। পরে তিনি নিজেই প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে ঢামেকে আনা হয়।

 

পিয়ারুল জানান, পথে আহত আরিফ তাকে বলেন, দুজন হেলমেট পরা ব্যক্তি তার রিকশায় উঠে দ্রুত চালাতে বলে। কিন্তু রিকশার ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ না থাকায় সে দ্রুত চালাতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আরিফের কোমড়ে গুলি করে দ্রুত রিকশা থেকে নেমে পালিয়ে যায়।

 

আহত আরিফের বাসা মিরপুর ১২ নম্বর সেকশনের ত ব্লকে।

]]>
সম্পূর্ণ পড়ুন