মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করেন সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবিন।
ময়নাতদন্ত প্রতিবেদন বলা হয়েছে, গোলাম কিবরিয়ার শরীরে ১৮টি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, গুলিতে তার মৃত্যু হয়েছে।
এদিকে ময়নাতদন্তের সময় সোহরাওয়ার্দীর মর্গে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে।
স্বজনরা জানান, তাকে হত্যার পেছনে কাউকে সন্দেহের বাইরে রাখতে চান না তারা। দলীয়, দলের বাইরে সবাইকেই সন্দেহ তাদের।
গোলাম কিবরিয়া এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন জানিয়ে এটিও মৃত্যুর কারণ হতে পারে বলে সন্দেহ পরিবারের।
এ ঘটনায় এখনও মামলা হয়নি।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকে একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় গোলাম কিবরিয়াকে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককেও গুলি করে তারা।
]]>

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·