এ ঘটনায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান ডলারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে আব্দুল মান্নান ডলারের বাড়ির সামনে থেকে সংঘবদ্ধ একটি দল অটোরিকশায় করে আরিফকে তুলে নেয়। পরে তাকে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবদল নেতা ইউসুফ আলীর পুকুরপাড়ে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
প্রথমে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত আরিফ অভিযোগ করে বলেন, ‘আ.লীগ নেতা মান্নান ডলারের বাড়ির সামনে থেকে আমাকে অটোরিকশায় তুলে ইউপি সদস্য ইউসুফ আলীর পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।’
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ইউপি সদস্য ও যুবদল নেতা ইউসুফ আলীর ফোন বন্ধ পাওয়া গেছে।
গ্রেফতারকৃত ইউপি সদস্য আব্দুল মান্নান ডলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আরিফ আমার কাছে একটি সালিসনামা নিতে এসেছিল। কথা বলার একপর্যায়ে ইউসুফ আলী মেম্বার কয়েকজনকে নিয়ে আসে এবং আরিফকে মারধর করে। আমি তখন সদর থানার ওসি ও ৯৯৯ নম্বরে ফোন দিয়ে আরিফকে উদ্ধারের চেষ্টা করি। আমি নিজেও মারধর করতে নিষেধ করেছিলাম। অথচ আমাকে রাত সাড়ে ৩টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। আমি নির্দোষ।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ‘আরিফুল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় ইউপি সদস্য আব্দুল মান্নান ডলারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে আহত আরিফের পরিবার ডলারসহ ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
]]>