যুদ্ধের সময় সীমান্ত দিয়ে অনেকে পালিয়েছেন কিন্তু জিয়াউর রহমান যান নাই: ডা. জাহিদ

৩ দিন আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় অনেকে আত্মসর্মপন করেছে, অনেকে সীমান্ত অতিক্রম করে পালিয়েছেন কিন্তু জিয়াউর রহমান পালিয়ে যান নাই, তিনি সেই সময় স্বাধীনতার ঘোষণা দেন। আমরা নিজের কানে শুনেছি। মেজর জিয়া ঘোষণা দিয়ে পালিয়ে যাননি। অস্ত্র হাতে যুদ্ধ করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়ন পাওয়ায় সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন ,সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেনকিন্তু এই জিয়াউর রহমান দায়িত্ব নেবার পর তিনি একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তন করেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। বাংলাদেশের অর্থনীতির ৩টি মূল চালিকা শক্তি যার প্রবক্তা বিএনপি।

 

বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাগ করলে চলবে না। জিয়াউর রহমান সবাইকে ঐক্যবব্ধ করে আমার আপনার পরিচয় দিয়েছে বাংলাদেশি। বাংলাদেশি জাতীয়তাবাদ এই দর্শনকে স্বৈরাচার মুছে ফেলতে পারেনি।

 

আরও পড়ুন: ফেনীতে খালেদা জিয়ার বিরুদ্ধে লড়তে চান এনসিপি নেতা

 

এজেডএম জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতে কারো প্রতি কোনো বিদ্বেষমূলক আচরণ করা যাবে না এবং করতে দেয়া হবে না। আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমরা উন্নয়ন এবং অগ্রগতিতে সবসময় চাইব সকল মানুষের অংশগ্রহণে সমভাবে বণ্টনের মাধ্যমে।

 

বিএনপি সব সময় মানুষের পাশে থাকবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিএনপি যদি মানুষের ভালোবাসায় আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনে দেশের সেবা করার সুযোগ পায়। আমরা আপনাদেরকে কথা দিতে পারি, আপনাদেরকে ছেড়ে পালিয়ে যাব না। আপনাদের পাশে থাকব। আপনাদের সমস্যার সমাধানের জন্য সাধ্যমত রাষ্ট্রীয়ভাবে, স্থানীয়ভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যা নিরসনের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব।

 

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সাংবাদিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ ভোটে জয়লাভের জন্য সকলের কাছে ভোট এবং সহযোগিতা চান ডা. জাহিদ।

 

আরও পড়ুন: ধানের শীষ নিয়ে লড়বেন খালেদা জিয়াসহ ১০ নারী প্রার্থী

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি জানান, দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচনী মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেনকে।

]]>
সম্পূর্ণ পড়ুন