যুদ্ধে হারার শঙ্কায় জেলেনস্কি, আরও অস্ত্র দিচ্ছে পশ্চিমারা

৩ সপ্তাহ আগে
প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীকে মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরও সামরিক সহায়তা চেয়েছেন তিনি।

দিন যত গড়াচ্ছে, ততই সংঘাত বাড়ছে মস্কো ও কিয়েভের মধ্যে। হামলা পাল্টা-হামলায় প্রাণ যাচ্ছে বহু মানুষের। ধ্বংস হয়ে যাচ্ছে একেকটি ঐতিহাসিক শহর। স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) ইউক্রেনে একশ’র বেশি ড্রোন হামলা চালায় রাশিয়া। তবে কিয়েভের দাবি, এর মধ্যে ৫২টি ভূপাতিত করা হয়েছে। 

 

এদিকে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো যুদ্ধে হারার শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা রুশ ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষার জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। 

 

এর মধ্যেই জার্মানির দেয়া আইরিশ টি-ওয়ান, লিয়োপার্ড-১ ট্যাংকসহ বিভিন্ন সমরাস্ত্র চলতি মাসে কিয়েভে পৌঁছাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। 

 

আরও পড়ুন: রেকর্ড সামরিক বাজেট বরাদ্দ পুতিনের

 

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ রয়টার্সকে জানান, আগামী বছর ইউক্রেনের অসংখ্য রোবটিক গ্রাউন্ড ভেহিক্যাল প্রয়োজন হবে, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের কাছে গোলাবারুদ সরবরাহ করবে এবং আহত সেনাদের উদ্ধার করবে। 

 

আর নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পোল্যান্ডের একটি লজিস্টিকস হাবে ইউক্রেনের জন্য এফ-৩৫ যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে।

 

এদিকে, ক্ষমতা হস্তান্তরের আগেই আগামী বছর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৭২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের মিসাইল, গোলাবারুদ, মাইন এবং অন্যান্য অস্ত্র পাঠাবে বলে নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন। 

 

আরও পড়ুন: আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান চ্যান্সেলর, বড় অঙ্কের সহায়তা ঘোষণা

 

এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইউক্রেনকে সহায়তা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কিয়েভ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চালানোর জন্য নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন