সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরও তিনজনের মৃত্যুর খবর দিয়েছে গাজার হাসপাতাল সূত্র। এই সময়ে ধসে পড়া ভবনের নিচ থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের হামলায় আহত হয়ে আরও একজন হাসপাতালে মারা গেছেন।
আল জাজিরা বলছে, সবশেষ উত্তর গাজার শুজাইয়া এলাকায় ইসরাইল ড্রোন হামলায় নিহত হন এক ফিলিস্তিনি। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি যুদ্ধবিরতির সীমানা নির্দেশক ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে তাদের সেনাদের দিকে এগিয়ে গিয়েছিলেন। যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসরাইলি বাহিনী।
আরও পড়ুন: গাজায় ত্রাণবাহী ট্রাক লুট করার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান হামাসের
আন্তর্জাতিক মানবিক সংগঠন রেড ক্রস এবং মিশরীয় টিম, ইয়েলো লাইন পার হয়ে ইসরাইলি জিম্মিদের মরদেহ খুঁজতে প্রবেশ করেছে। হামাস ১৭ জন জিম্মির লাশ হস্তান্তর করেছে এবং ২০ জন জীবিত বন্দিকে মুক্ত করেছে বলে জানিয়েছে সংগঠনগুলো। এরইমধ্যে গাজা থেকে আরও তিন ইসরাইলি জিম্মির মরদেহ দেশে পৌঁছেছে বলেও নিশ্চিত করেছেন নেতানিয়াহু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লেবানন নিউজ এজেন্সি (এলএনএ) জানায়, স্থানীয় সময় বিকেল সোয়া ২টার দিকে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা।
আরও পড়ুন: যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, ত্রাণ প্রবেশে কঠোর বাধা
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তার অভিযোগ, আলোচনার আহ্বানের জবাবে ইসরাইল লেবাননে হামলা জোরদার করেছে।
এই অবস্থার মধ্যে যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হওয়ার চেষ্টা করলে ইসরাইল চুক্তিভঙ্গের প্রেক্ষিতে প্রতিরক্ষা কর্মসূচি চালাবে বলেও হুশিঁয়ারি দেন তিনি।
ইসরাইলি হামলা অব্যাহত থাকায় হিজবুল্লাহর সঙ্গে প্রায় এক বছর ধরে চলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে।
]]>
১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·