যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলের বিমান হামলা, নিহত ৬

৪ সপ্তাহ আগে
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় অন্তত ছয় জন নিহত ও দু’জন আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) শারা নামের এলাকায় অবস্থিত হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব।

 

গেল নভেম্বরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরও ইসরাইলের সামরিক বাহিনী প্রায়ই হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে।

 

এ হামলার দায় স্বীকার করেছে তেল আবিব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুচারুভাবে এ হামলা করেছে বলে দাবি ইসরাইলের সামরিক বাহিনীর।

 

আরও পড়ুন: লেবাননে নতুন সরকার, ২৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন

 

এদিকে, দীর্ঘ দুই বছর পর যুদ্ধবিধ্বস্ত লেবাননে পূর্ণাঙ্গ সরকার গঠন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী করে ২৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এ মন্ত্রিসভায় হিজবুল্লাহ সদস্যদেরও নাম রয়েছে।

 

প্রেসিডেন্ট কার্যালয় আরও জানায়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, লেবাননের ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুসারে সালাম সরকারের ২৪ মন্ত্রী খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে।

 

লেবাননে সরকার গঠনের ব্যাপারে মার্কিন দাবির বিপরীতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টকে নতুন সরকারে মন্ত্রিত্ব দেয়া হয়েছে। দুটি দলের ৫ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে আমাল মুভমেন্টের তিনটি এবং হিজবুল্লাহর দুটি।

 

আরও পড়ুন: হিজবুল্লাহ-ইসরাইল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

 

এর আগে শুক্রবার, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে দেশটির সরকার থেকে হিজবুল্লাহকে বাদ দেয়ার দাবি জানান ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপ-রাষ্ট্রদূত মর্গান অরটাগাস।

 

দায়িত্ব বুঝে নেয়ার সময় লেবাননের ব্যাপক সংস্কারের অঙ্গীকার করেছেন নওয়াফ সালাম। সেইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন