সুখবর দিলেন মেহজাবীন

৪ ঘন্টা আগে
সদ্য বিয়ে সেরেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের একমাস না পেরোতেই প্রথম সুখবর দিলেন অভিনেত্রী।

রোববার (৯ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে সুখবর ভাগ করে নেন মেহজাবীন। জানান, তার অভিনীত সিনেমা ‘সাবা’ ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে।

 

এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে নির্মাতা মাকসুদ হোসেনের বাংলাদেশি সিনেমা ‘সাবা’। এ খবর প্রথম প্রকাশ করে ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজ।

 

 

সে পেজই শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লেখেন,

আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম “সাবা”। টিমের সকলকে অভিনন্দন।

 

এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দাপিয়ে বেড়িয়েছে সিনেমাটি। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বুসা, রেড সি উৎসবেও ‘সাবা’ সাফল্য পেয়েছে।

 

ত্রিলোরা খান ও মাকসুদ হোসেনের চিত্রনাট্যে ‘সাবা’তে তুলে ধরা হয়েছে মধ্যবিত্ত একটি পরিবারকে। যেখানে বাবা মারা যাওয়ার পর একদিন সাবার মা সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর হয় হার্ট অ্যাটাক।

 

আরও পড়ুন: ‘মিসেস মেহজাবীন’ হওয়ার গল্প জানালেন অভিনেত্রী

 

আর্থিক টানাপোড়নে পরিবারের একমাত্র অবলম্বন মেয়ে। পরিবারকে গোছাতে গিয়ে নানা জটিলতায় নিজের ক্যারিয়ারটাও ঠিকমতো গোছাতে পারে না সাবা। এমনই এক বাস্তব ঘটনা থেকে নির্মিত সিনেমাটি।

 

আরও পড়ুন: নাচে-গানে ভরপুর মেহজাবীনের গায়ে হলুদ, ভিডিও ভাইরাল!

 

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মেহজাবীন। অভিনেত্রীর পাশাপাশি আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ারের মতো অভিনয়শিল্পীরা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন