ইসরাইল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সপ্তাহ ব্যবধানে মঙ্গলবার (২৪ জুন) তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ৩.৭৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি মেনেছে ৬৮.৭৯ ডলারে। যা দিনের শুরুতে ৪ শতাংশেরও বেশি কমে ১১ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।
আরও পড়ুন: যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরাইলের
এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৫.৪৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৯ জুনের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
এদিকে, যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইরান-ইসরাইলও। এতে বিশ্ববাজারে আরও কমতে পারে জ্বালানি তেলের দাম।
যুদ্ধবিরতি ঘোষণার পর এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী দেখা গেছে। কমেছে বিটকয়েন, ইথার, বাইন্যান্সসহ অধিকাংশ ক্রিপ্টোকারেন্সির দামও। কমতির ধারা অব্যাহত রয়েছে স্বর্ণের দামও। ট্রেডিং ইকোনোমিকসের তথ্য, মঙ্গলবার প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হচ্ছে ৩ হাজার ৩৫২ ডলারে।
]]>