যুদ্ধবিমান ভূপাতিত করার পাক দাবি নিয়ে প্রশ্ন, জবাব দিলেন না বিক্রম মিশ্রি

১ দিন আগে
পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব দিলেন না ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বললেন, এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।

কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার জেরে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর অবশেষে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। যার নাম দেয়া হয় ‘অপারেশন সিন্দুর’। তবে ভারতের এই হামলার জবাবে দ্রুতই পাল্টা হামলা চালায় পাকিস্তান।

 

পাকিস্তান জানায়, ভারতের বিমান হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী দ্রুতই প্রতিরোধমূলক হামলা শুরু করে এবং ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করে।

 

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ হলে কড়া জবাব দেয়া হবে: এস জয়শঙ্কর

 

বুধবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতীয় বিমান বাহিনীর ধ্বংস হওয়া যুদ্ধবিমানের মধ্যে তিনটিই ফ্রান্সের তৈরি রাফাল। বাকি দুটি যুদ্ধবিমানের একটি রাশিয়ার তৈরি এসইউ-৩০এমকেআই এবং একটি এমআইজি-২৯ ফুলক্রাম।

 

বৃহস্পতিবার (৮ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, যখন সময় হবে তখন এই সব বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চয় তথ্য জানানো হবে।

 

আরও পড়ুন: দাবি ভারতের / পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক নিহত

 

পাশাপাশি মিশ্রি বলেন, পাকিস্তান রাষ্ট্রের জন্মের সময় থেকেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে আসছে। ১৯৪৭ সালে পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মীর আক্রমণ করে। কিন্তু পরে তারা তা অস্বীকার করে। তখন থেকেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে আসছে। জাতিসংঘকেও তারা ওই আক্রমণ নিয়ে মিথ্যা বলেছিল এবং সেই মিথ্যা ধরাও পড়েছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন