বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) একটি সংবাদ সম্মেলনে, এফবিআই-এর সন্ত্রাসবিরোধী বিভাগের একজন উপ-সহকারী পরিচালক ক্রিস্টোফার রাইয়া স্পষ্ট করেছেন যে শুধুমাত্র একজন সন্দেহভাজন এই হামলায় জড়িত। আর তিনি ৪২ বছর বয়সী টেক্সাসের বাসিন্দা শামসুদ-দীন জব্বার।
রাইয়া বলেন, ‘শামসুদ-দিন জব্বার ছাড়া অন্য কেউ এই হামলার সাথে জড়িত আছে বলে আমরা মনে করি না।’
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রে হামলাকারীর কাছে ছিল আইএসের পতাকা, পরিচয় প্রকাশ
যদিও তিনি জোর দিয়ে বলেছেন যে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তারপরও বলেন, আমরা আত্মবিশ্বাসী যে এ ঘটনায় তার কোনও সহযোগী নেই।
নিউ অরলিন্সের পর্যটন কেন্দ্র বোরবন স্ট্রিটে নববর্ষ উদযাপন করার সময় ভিড়ের মধ্যে ট্রাক তুলে দেন জব্বার। এতে ১৪ জন নিহত হন।
এরপর পালানোর চেষ্টা করার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাথে গুলি বিনিময় হয় জব্বারের। এ সময় আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের গুলিতে নিহত হন জব্বার। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে একজন দুই সন্তানের বাবা ও লুইসিয়ানা শহরের একজন ‘সিঙ্গেল মাদার’ এবং একজন ফুটবল খেলোয়াড় রয়েছেন।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সন্দেহভাজন টেক্সাসের বাসিন্দা এবং তিনি একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করতেন। ৩১ ডিসেম্বর হিউস্টন থেকে নিউ অরলিন্সে আসেন এবং হামলার দিন কয়েক ঘণ্টার মধ্যে ফেসবুকে পাঁচটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেছিলেন যে তিনি ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএসকে সমর্থন করতেন। এফবিআই এসব তথ্য জানিয়েছে।
এদিকে রাইয়া বলেছেন, ‘এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এটি পূর্বপরিকল্পিত এবং জঘন্য কাজ। এফবিআই মনে করে যে ওই ব্যক্তি স্পষ্টতই আইএস দ্বারা অনুপ্রাণিত ছিলেন।’
এছাড়া জব্বারের ট্রাক থেকে কিছু ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও আইএসের একটি পতাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রে বর্ষবরণে গাড়ি হামলায় নিহত বেড়ে ১৫
ইংরেজি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে স্থানীয় সময় বুধবার (০১ জানুয়ারি) ভোরে জনসাধারণের ওপর ট্রাক তুলে দেন ওই ব্যক্তি। এতে ১৪ জন নিহত হন।
]]>