মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘মার্কিন শুল্কের চাপ নিয়ে সব ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তারা মনে করছে দর কষাকষি শক্তিশালি করতে হবে।’
ঐক্যবদ্ধভাবে দেশের অর্থনীতি এগিয়ে নিতে বিএনপির পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান আমীর খসরু।
আরও পড়ুন: মার্কিন শুল্কের খড়গে খেলনা শিল্পে চরম অনিশ্চয়তা!
তিনি আরও বলেন, ‘ভিয়েতনামসহ অন্য প্রতিযোগীদের বিষয়টি মাথায় রেখে সরকারের নেয়া সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেয়া হবে।’