যুক্তরাষ্ট্রের দল আটালান্টা ফায়ারের হয়ে সাকিবের সঙ্গে খেলবেন মাহমুদউল্লাহও

৩ সপ্তাহ আগে
আটালান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে একই দলের হয়ে খেলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রভিত্তিক দল আটালান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

যুক্তরাষ্ট্রের রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ৬টি দল। এটি যুক্তরাষ্ট্রের আয়োজিত একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি স্টাইলের ঘরোয়া টুর্নামেন্ট। 

 

আরও পড়ুন: পাঁচ বছরে বিসিসিআইয়ের আয় আকাশচুম্বী, বোর্ডের কোষাগারে কত টাকা আছে?

 

মাহমুদউল্লাহকে ‘স্টার’ আখ্যা দিয়ে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, ‘স্টারপাওয়ার আনলকড! আটালান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন আটালান্টা ফায়ারের হয়ে।’ 

 

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে ২০২১ সালে টেস্ট ও ২০২৩ সালে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ। 

 

আরও পড়ুন: রোহিতের দিন শেষ, এক অধিনায়কের যুগে ফিরছে ভারত!

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪১টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ, রান করেছেন ২ হাজার ৪৪৪, গড় ২৩.৫০। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। দেশের বাইরে পিএসএল, সিপিএলসহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। 

 

এই আটলান্টা ফায়ারের হয়েই যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। ফলে একই দলে খেলবেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার।

]]>
সম্পূর্ণ পড়ুন