টেক্সাসে বন্যায় প্রাণ হারানোদের অধিকাংশই শিশু হওয়ায় ক্ষতটা যেন আরও গভীর। এখনো আশায় বুক বাঁধছে নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো, যদি কোনোভাবে খোঁজ মেলে জীবনের। টেক্সাসে ভয়াবহ বন্যায় হতাহতের সংখ্যা বাড়ছেই। সবচেয়ে বেশি মৃত্যু কের কাউন্টিতে।
উদ্ধার হওয়া বেশ কয়েকটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় কের কাউন্টি পুলিশ। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী জানায়, এখনও চলছে উদ্ধার কার্যক্রম। নিখোঁজদের সন্ধানে মোতায়েন রয়েছে হেলিকপ্টার, ড্রোন ও নৌযান। হাসপাতালগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।
নিখোঁজ সবাইকে খুজেঁ না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল, ৫১ জনের মৃত্যু
ভয়াবহ এ দুর্যোগের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে টেক্সাস সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, গভর্নর গ্রেগ অ্যাবট ও অন্যান্য টেক্সাস কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রশাসন।
এই বন্যাকে শতাব্দীর ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়ে একসঙ্গে বিপর্যয় মোকাবিলার আহ্বান জানান ট্রাম্প।
]]>