যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২

১ সপ্তাহে আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে দু’জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

 

প্রতিবেদন মতে, লস অ্যাঞ্জেলেস থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে এখনো এর কারণ জানা যায়নি।

 

এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে, এ দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফুলারটন পুলিশ। 

 

আরও পড়ুন: বিমান বিধ্বস্তে ১৭৯ প্রাণহানি /দক্ষিণ কোরিয়ার কোথাও হয়নি নতুন বছরের উদ্‌যাপন

 

⚡️A small single engine plane (N8757R) crashed into the roof of a warehouse near Fullerton Municipal Airport, US. pic.twitter.com/7dTdrE6p2Y

— Resistance War News (@ResistanceWar1) January 3, 2025

 

এছাড়াও, ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য ৮ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়েছে।

 

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতরা বিমানের যাত্রী নাকি যে ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে সেই ভবনের শ্রমিক ছিলেন, সে বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা। 

 

আরও পড়ুন: এবার আরব আমিরাতে বিমান বিধ্বস্ত, নিহত ২

 

এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিকদের একজন জেরোম ক্রুজ সিবিএস নিউজকে বলেন, ‘আমরা শুধু একটি বিকট শব্দ শুনতে পেয়েছি। তারপরেই আমরা ভবন থেকে ছুটতে শুরু করি।’

]]>
সম্পূর্ণ পড়ুন