যুক্তরাষ্ট্রে বর্ষবরণ উৎসবে হামলা, নিরাপত্তা শঙ্কায় মার্কিনিরা

১ সপ্তাহে আগে
বর্ষবরণের অনুষ্ঠানে হামলার পর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। জোরদার করা হয়েছে ট্রাম্প টাওয়ারের নিরাপত্তা। অতিরিক্ত সতর্কতার জন্য নিউইয়র্কে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

থমথমে পরিস্থিতি বিরাজ করছে নিউইয়র্কের রাস্তায়। বর্ষবরণের অনুষ্ঠানে হামলার পর শঙ্কায় ভুগছে যুক্তরাষ্ট্রবাসী। নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাম্প টাওয়ারের বাইরে। অতিরিক্ত সতর্কতার জন্য শহরের বিভিন্ন স্থানে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

 

হামলার একদিন পর নিউ অরলিন্সের বোরবন স্ট্রিট খুলে দেয়া হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে টহল দিতে দেখা গেছে এফবিআইকেও। 

 

আরও পড়ুন: নিউইয়র্কে নাইটক্লাবের বাইরে গোলাগুলি, বহু হতাহত

 

এদিকে, লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবারট্রাক বিস্ফোরণের সঙ্গে নিউ অরলিন্সের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ। একই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। 

 

তার দাবি, নিউ অরলিন্সে নৃশংসতা চালিয়েছেন হামলাকারী একাই। যদিও এ ঘটনায় আরও অনেকে জড়িত বলে সন্দেহ এফবিআই’র। সন্দেহের তালিকায় আছে জঙ্গি গোষ্ঠী আইএসের নামও। 

 

আরও পড়ুন: এবার ট্রাম্পের হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১

 

অন্যদিকে, টেসলায় বিস্ফোরণে নিহত হওয়া চালকের খোঁজ পেয়েছে পুলিশ। ম্যাথিউ লিভেলসবেরগার নামে কর্তব্যরত ওই সেনা কর্মকর্তা প্রথমে নিজে গুলিবিদ্ধ হন এবং এর পরেই গাড়িতে বিস্ফোরণ ঘটে। তদন্তের তথ্য অনুযায়ী, তার গাড়িতে দুটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান, সেনাবাহিনীর পরিচয়পত্র, পাসপোর্ট এবং ব্যক্তিগত সরঞ্জাম পাওয়া গেছে। 

 

আফগানিস্তানে যুদ্ধে অংশ নেয়া লিভেলসবেরগারকে ব্রোঞ্জ স্টারসহ সামরিক সম্মাননা দেয়া হয়েছিল। তবে তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই।

]]>
সম্পূর্ণ পড়ুন