এনএসও বিভিন্ন দেশের সরকারের জন্য এই স্পাইওয়্যার তৈরি করেছিল, যাতে সরকার প্রয়োজনে যে কারো ফোনে আড়ি পাততে পারে। হোয়াটসঅ্যাপ-এর মালিক সংস্থা মেটা ২০১৯ সালের মে মার্কিন আদালতে এনএসও গ্রুপ টেকনোলজিস-এর বিরুদ্ধে মামলা করে।
মেটার অভিযোগে বলা হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মোবাইল ডিভাইসে গোপনে নজরদারি সফ্টওয়্যার পেগাসাস ইনস্টল করতে মেসেজিং অ্যাপের একটি দুর্বলতাকে কাজে লাগিয়েছিল এনএসও। পাঁচ বছর পর সেই মামলার রায় এল।
আদালত বলেছেন, এনএসও আইন লঙ্ঘন করেছে। এনএসও যুক্তি দিয়েছিল, তাদের থেকে যারা পেগাসাস স্পাইওয়্যার কিনছে, তারা কীভাবে সেটা কাজে লাগাচ্ছে, সেই দায় তাদের নয়। তবে আদালত এই যুক্তি খারিজ করে দিয়েছেন।
আরও পড়ুন: ইসরাইলের পেগাসাস স্পাইওয়্যারের শিকার এবার জর্ডানের সাংবাদিক-মানবাধিকারকর্মীরা
নর্থ ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ফিলিস হ্যামিলটন বলেন, যুক্তরাষ্ট্রের হ্যাকিং আইনের পাশাপাশি হোয়াটসঅ্যাপের নিজস্ব পরিষেবার শর্তাবলিও লঙ্ঘন করেছে কোম্পানিটি। এর জন্য তাদেরকে হোয়াটসঅ্যাপকে ক্ষতিপূরণ দিতেহবে।
ক্ষতিপূরণের অর্থ কত হবে তা নির্ধারণ করতে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে এক আলাদা জুরি বিচারের মুখোমুখি হতে এনএসও গ্রুপকে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতের এই রায়কে পেগাসাস স্পাইওয়্যার নির্মাতা এনএসও-এর বিরুদ্ধে এক বড় জয় হিসেবে অভিহিত করেছে হোয়াটসঅ্যাপ। কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘পাঁচ বছর ধরে মামলা চলার পর আজকের এই সিদ্ধান্তের জন্য আমরা কৃতজ্ঞ।’
আরও পড়ুন: পেগাসাস স্পাইওয়্যার কে তৈরি করেছিলেন?
বিবৃতিতে আরও বলা হয়,
হোয়াটসঅ্যাপ, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিকদের ওপর বেআইনি সাইবার হামলার জন্য আর দায় এড়াতে পারবে না এনএসও। এই রায়ের মাধ্যমে বিভিন্ন স্পাইওয়্যার কোম্পানিকেও সতর্ক হতে হবে। কারণ তাদের বেআইনি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না।
তথ্যপ্রযুক্তির এই যুগে বিশ্বজুড়ে তথ্য হাতিয়ে নেয়ার নানা ধরনের অভিযোগ প্রায়ই গণমাধ্যমে পাওয়া যায়। এজন্য বিভিন্ন স্পাইওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। সম্প্রতি বহুল আলোচিত স্পাইওয়্যার হল ইসরাইলি একটি সংস্থা কর্তৃক উদ্ভাবিত পেগাসাস স্পাইওয়্যার।
ইসরাইলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি এই পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিশ্বজুড়ে কয়েক হাজার সরকারি কর্মী, সাংবাদিক, বড় রাজনীতিবিদের ফোনে আড়িপাতারও অভিযোগ ওঠে। সম্প্রতি ৫০ হাজারের বেশি ফোন নম্বরের একটি তালিকা ফাঁস হয়। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহকরা এসব নম্বরে আড়ি পেতেছিল।
]]>