যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় দুই ভারতীয় শিক্ষার্থী নিহত

৫ দিন আগে
যুক্তরাষ্ট্রের ল্যাঙ্কাস্টার কাউন্টিতে এক সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১০ মে) এই দুর্ঘটনার ঘটে। মঙ্গলবার (১৩ মে) প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


নিহতদের নাম সৌরভ প্রভাকর (২৩) এবং মানব প্যাটেল (২০)। তারা ওহাইওর ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।


পেনসিলভানিয়া পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইস্ট কোকালিকো টাউনশিপের রিডিং ইন্টারচেঞ্জের কাছে পূর্বমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। এ সময়  গাড়িটি টার্নপাইক থেকে একটি গাছের সাথে ধাক্কা খায় এবং তারপর একটি সেতুর সাথে সংঘর্ষ হয়। 

 

আরও পড়ুন:পাকিস্তানের সঙ্গে সংঘাতে পাঁচ ভারতীয় সেনা নিহত, দাবি দিল্লির


এদিকে, নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং এই কঠিন সময়ে শোকাহত পরিবার দুটোকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

কনস্যুলেট এক্সে এক পোস্টে জানান, ‘ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির দুই ভারতীয় ছাত্র, মানব প্যাটেল এবং সৌরভ প্রভাকরের দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে দুঃখিত।’


কনস্যুলেট পরিবার দুটির সাথে যোগাযোগ রাখছে এবং তাদের সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছে বলেও এতে বলা হয়েছে।

 

ল্যাঙ্কাস্টারঅনলাইনের এক প্রতিবেদন অনুসারে, সৌরভ প্রভাকর গাড়িটি চালাচ্ছিলেন এবং মানব প্যাটেল যাত্রীর আসনে ছিলেন।


ঘটনাস্থলেই উভয়কেই মৃত ঘোষণা করা হয়। করোনারের রিপোর্টে বলা হয়েছে যে, তারা একাধিক আঘাতজনিত কারণে মারা গেছেন এবং তাদের মৃত্যু দুর্ঘটনাজনিত বলে মনে করা হচ্ছে।

 

আরও পড়ুন:পাকিস্তানের গোলায় বিএসএফের ৮ সদস্য আহত

 

তাদের সাথে গাড়িতে আরও একজন অজ্ঞাত ব্যক্তি ছিলেন, যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থা জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন