শুক্রবার মুখোমুখি বৈঠকে বসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ। বৈঠক শেষে সই হয় দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা কাঠামো চুক্তি। এর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, অস্ত্র প্রযুক্তি ভাগাভাগি এবং যৌথ মহড়াকে আরও বিস্তৃত করবে বলে জানান তারা।
চুক্তির বিষয়ে হেগসেথ বলেন, এটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গভীর সহযোগিতার ভিত্তি স্থাপন করবে। বাণিজ্য চুক্তি লক্ষ্যে দেশ দুটির চলমান আলোচনার মধ্যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিটি সই হলো। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ‘শান্তি’ হিসেবে সম্প্রতি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেন। যার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা দেখা দিয়েছে।
আরও পড়ুন: মিয়ামি হেরাল্ডের রিপোর্ট / ভেনেজুয়েলায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিরক্ষা ছিল অন্যতম প্রধান আলোচ্য। সেই সময় ট্রাম্প বলেছিলেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনবে, যা ভবিষ্যতে ভারতকে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান দেওয়ার পথও তৈরি করতে পারে।
কিন্তু ভারত রাশিয়া থেকে কম দামে তেল কেনাসহ বিভিন্ন কারণে দেশটির প্রতি ক্ষুব্ধ হন ট্রাম্প। বর্তমানে ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হলো রাশিয়া। তবে তাদের অস্ত্রের সরবরাহ কমে যাচ্ছে। কারণ দিল্লি এখন অন্য দেশের দিকে ঝুঁকছে এবং দেশের ভেতরেই উৎপাদনের ক্ষমতা বাড়াতে চাইছে।
সম্প্রতি ভারত ইঙ্গিত দিয়েছে, তারা যুক্তরাষ্ট্র থেকে তেল, জ্বালানি এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বাড়ানোর জন্য প্রস্তুত। এই দুটি দেশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, যার লক্ষ্য হলো নভেম্বরের মধ্যে বহু প্রতীক্ষিত সেই চুক্তিটি চূড়ান্ত করা।
]]>

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·