যুক্তরাষ্ট্র থেকে গমের তৃতীয় চালান নিয়ে জাহাজ ভিড়ল মোংলায়

১ দিন আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ( MOU) যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে মোংলায় ভিড়েছে একটি জাহাজ।

শনিবার (১৫ নভেম্বর) MV WECO TAT নামে জাহাজটি মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছে।

 

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আরও পড়ুন: মোংলা বন্দরে জার্মানির প্রতিনিধি দল, বিনিয়োগে আগ্রহ

 

বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে  ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম গত ২৫ অক্টোবর এবং দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম ৩ নভেম্বর দেশে পৌঁছেছে। এটি আমদানিকৃত গমের তৃতীয় চালান।

 

আরও পড়ুন: মোংলায় সচেতনতা বাড়াতে বাঘ মহড়া অনুষ্ঠিত

 

চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন