সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
সাঈদ খাতিবজাদেহ বলেন,
এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়ান, তবে ইতিহাসে তিনি চিহ্নিত হবেন এমন এক নেতা হিসেবে যিনি এমন একটি যুদ্ধে পা রেখেছিলেন, যার সঙ্গে তার দেশের স্বার্থের কোনো মিল ছিল না।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জুন) দক্ষিণ ইসরাইলের সোরোকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে অভিযোগ করেছে তেল আবিব। এর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রও। যদিও তেহরানের দাবি, ইসরাইলের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্রের ‘শকওয়েভে’ ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালটি।
আরও পড়ুন: রাশিয়ার হামলায় মার্কিন নাগরিকসহ নিহত বেড়ে ২৮
মূলত, বিষয়টি নিয়ে ইসরাইল-যুক্তরাষ্ট্রের নানা মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ইরান সরকারের পক্ষ থেকে ‘নরক’ সংক্রান্ত এই মন্তব্য করা হলো।
এদিকে, ইরান–ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এ অবস্থায় বিবিসির সাথে কথা বলার সময় খাতিবজাদেহ জোর দিয়ে বলেন, ‘অবশ্যই কূটনীতিই প্রথম বিকল্প, কিন্তু বোমাবর্ষণ অব্যাহত থাকা সত্ত্বেও আমরা কোনো আলোচনা শুরু করতে পারি না।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ‘পরমাণু হামলার জবাব দেবে’ শুনেই ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া!
এই সংঘাত ‘অপ্রয়োজনী’ ছিল বলেও মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
]]>