যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হলেন শাবানা মাহমুদ

৩ সপ্তাহ আগে
পাকিস্তানি বংশোদ্ভূত ব্যারিস্টার ও এমপি শাবানা মাহমুদ যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি অ্যাঞ্জেলা রেইনারের পদত্যাগের পর বার্মিংহামের লেডিওয়ুডের এমপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।

এক বিবৃতিতে শাবানা মাহমুদ এ নিয়োগকে জীবনের সবচেয়ে বড় সম্মান বলে উল্লেখ করেন। তিনি বলেন, 

 

সরকারের প্রথম দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এই দায়িত্বে থেকে আমি প্রতিদিন সেই কাজের জন্যই নিবেদিত থাকব।

 

পাকিস্তানি অভিবাসী দম্পতির ঘরে ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন মাহমুদ। শৈশবের একটি অংশ তিনি সৌদি আরবে কাটান। পরে কিং এডওয়ার্ড ষষ্ঠ ক্যাম্প হিল স্কুল ফর গার্লসে পড়াশোনা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

 

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে স্বামীর আচরণ কেমন হবে?

 

২০০৩ সালে ব্যারিস্টার হিসেবে আইন পেশায় প্রবেশ করে তিনি পেশাগত অবহেলা ও বাণিজ্যিক আইন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।

 

২০১০ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকে তিনি শ্যাডো জাস্টিস সেক্রেটারি ও শ্যাডো চিফ সেক্রেটারি টু দ্য ট্রেজারি সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাবানা মাহমুদ এখন পুলিশ বিভাগ, সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ খাতগুলোর দায়িত্বে থাকবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন