ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ নির্ধারণে তারা তদন্ত চালাচ্ছে। এতে সন্ত্রাসবিরোধী ইউনিটও সহায়তা দিচ্ছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট ক্রিস কেইসি বলেন, ‘ঠিক কী ঘটেছে তা জানতে আমরা জরুরি তদন্ত চালাচ্ছি। পুরো বিষয়টি নিশ্চিত করতে কিছু সময় লাগবে। প্রাথমিক পর্যায়ে ঘটনার কারণ নিয়ে অনুমান করা ঠিক হবে না।’
আরও পড়ুন: প্রিন্স উপাধি হারালেন অ্যান্ড্রু, রাজপ্রাসাদ ছাড়ার নির্দেশ
কেমব্রিজশায়ার পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ৭টা ৩৯ মিনিটে তারা একটি কল পায়। তাদের বলা হয় ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী ৬টা ২৫ মিনিটের ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে।
রয়টার্স বলছে, ঘটনার পর ট্রেনটি হান্টিংডনে থামানো হয় এবং সশস্ত্র পুলিশ সদস্যরা ট্রেনে প্রবেশ করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সশস্ত্র কর্মকর্তাদের ট্রেনে প্রবেশ করতে দেখা যায়।
পুলিশ জানায়, ট্রেনে তল্লাশি চালিয়ে সশস্ত্র কর্মকর্তারা দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে।
]]>
২ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·