যুক্তরাজ্যে উপাসনালয়ে ছুরিকাঘাতে নিহত ২, হামলাকারী গুলিবিদ্ধ

১ সপ্তাহে আগে
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইহুদি উপাসনালয়ে ছুরিকাঘাতে দু’জন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলছে, শরীরের কাছে ‘সন্দেহজনক জিনিসপত্র’ থাকার কারণে তার অবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। 

 

পুলিশ এক বিবৃতিতে আরও জানায়, এ ঘটনায় আরও তিনজনের অবস্থা গুরুতর।

 

আরও পড়ুন:ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরাইলে অস্ত্র পাঠিয়ে যাচ্ছে যুক্তরাজ্য!

 

জানা গেছে, হামলার সময় বিপুল সংখ্যক মানুষ উপাসনা করছিলেন। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে কয়েকবার সতর্ক করেছিল - সে শোনেনি তাই তারা গুলি চালিয়েছে। 
 

এদিকে বিবিসি জানায়, পুলিশের গুলিতে তৃতীয় একজন ব্যক্তি যাকে সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে, তিনি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডেনমার্ক ভ্রমণ দ্রুত শেষ করেছেন এবং বলেছেন যে সারা দেশের উপাসনালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। 

 

আরও পড়ুন:গাজায় ইসরাইলি আগ্রাসনকে গণহত্যা ঘোষণা করে প্রস্তাব পাস লেবার পার্টির

]]>
সম্পূর্ণ পড়ুন