যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের

৪ দিন আগে
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জবাবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইরান। শনিবার (২৭ সেপ্টেম্বর) ইরানের সরকারি বার্তা সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ব্যাপক কূটনৈতিক দৌঁড়ঝাপ সত্ত্বেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্যর্থ হয়েছে রাশিয়া ও চীনের প্রস্তাব। ইরানের ওপর নতুন করে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখতে চাইলেও সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ তাতে সায় দেয়নি। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ছয়টা থেকে ইরানের ওপর কার্যকর হতে যাচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া ভোটে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরো ছয় মাস পেছানোর রাশিয়া–চীনের খসড়া প্রস্তাব ৪–৯ ভোটে নাকচ হয়, যেখানে ২ দেশ ভোটদানে বিরত থাকে।

 

আরও পড়ুন: ইরানের ওপর কার্যকর হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা

 

ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা বিশ্বের চাপ আরও বাড়ল। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় রোববার ভোর ছয়টা থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অভিযোগ, ২০১৫ সালের যে চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার চেষ্টা হয়েছিল, তা লঙ্ঘন করেছে তেহরান।

 

শনিবার ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পুনর্বহালের জন্য দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের পর জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূতদের আলোচনার জন্য তেহরানে তলব করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন