সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৫ বছরে আমরা অনেক রক্ত দিয়েছি, কষ্টও করেছি। এখন শান্তি চাই। শান্তিপূর্ণভাবে নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সরকার ব্যবস্থায় পরিবর্তন আনবে। ঘুষ, দুর্নীতি চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধ করবে। যারা জোর করে দখলবাজি করে, চাঁদাবাজি করে তাদের ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, দেশটা কারো বাপের নয়, আমাদের রক্তে ঝড়া দেশ। আমরা সবাই প্রাণ দিয়ে পেয়েছি বাংলাদেশ, কারো দানে নয়। আমরা কারও উপর প্রতিহিংসা বা প্রতিশোধ নিতে চাই না। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। এদেশ আপনার আমার। তাই সবাইকে এক হয়ে প্রয়োজনে আরেকবার লড়াই করতে হবে।
আরও পড়ুন: ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের
শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু পালানোর পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কোটি কোটি টাকা পাচার করেছেন তিনি। ব্যাংকগুলো খালি করে দিয়েছে। যাওয়ার আগে সব কিছু নিয়ে গেছে।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, পীরগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।