বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বশির ভিলার হল রুমে জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘কেউ কেউ মনে করেন সংস্কার শেষ করে নির্বাচনে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা শেষ হওয়ার নয়। সংস্কার চলবে যুগ যুগ ধরে। যারা বলে সংস্কার শেষ করে নির্বাচন করবে তারা আসলে নির্বাচনকে ভয় পায়। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার ততদিন চলবে। যখন দেশে গণতন্ত্র ফিরে আসবে, তখনই প্রত্যেক সংস্কারও একটার পর একটা এগিয়ে যাবে।’
আরও পড়ুন: রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে: ফখরুল
আযম খান বলেন, ‘জাতীয় নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও গণতন্ত্র ও বিপ্লব ব্যাহত হতে পারে। জনগণ মুখিয়ে আছে ভোট দেবার জন্য, যে নির্বাচনের জন্য ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে।
বর্তমানে দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চোখে পড়ছে। এসব ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমরা পুরো জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। যেন ষড়যন্ত্রকারীরা সফল হতে না পারে। দ্রুত নির্বাচনের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই।’
প্রতিনিধি সভায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।