যারা ড. ইউনূসকে নামাতে চান, তারা দিল্লির রাজনীতি করেন

৪ দিন আগে
সংস্কারের বাহিরে ড. ইউনুসের সরকারকে যারা নামাতে চান, তারা এদেশের রাজনীতি করেন না, তারা দিল্লির ‘র’ এর রাজনীতি করেন। তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুল করীম এসব কথা বলেন।


তিনি বলেন, ভারত কোনো অবস্থাতেই চায় না ড. ইউনুস সরকার বাংলাদেশের গদিতে থাকুক। ভারত সরকার কোনোভাবেই তাকে মেনে নিতে পারেননি। ইউনুস সরকার ভারতের গোলামি থেকে আমাদের মুক্ত করার চেষ্টা করছে। ভারতের গোলামি থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন। এটি ভারত কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: বরিশালের মেয়র নির্বাচন নিয়ে চরমোনাইয়ের প্রার্থী ফয়জুল করীমের মামলা


ফয়জুল করিম আরও বলেন, ‘আমাদের দেশের কিছু মানুষের ওপর সওয়ার করে ক্ষমতার প্রলোভন দেখিয়ে  ‘র’ ইউনুস সরকারকে পদত্যাগ করানোর জন্য চেষ্টা চালিয়ে চাচ্ছে। কিন্তু এ দেশের জনগণ সচেতন। কোনো অবস্থাতেই জনগণ ‘র’এর ফাঁদে পা দেবে না।’


ডিসেম্বরে নির্বাচন দেয়া উচিত সেনাপ্রধানের এমন বক্তব্য নিয়ে ফয়জুল করিম বলেন, ‘সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। সেনাপ্রধানের দায়িত্ব পালন করা উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়। আমরা অনুরোধ করবো তিনি তার দায়িত্ব পালন করবেন; যা তার দায়িত্ব না, সেই অনধিকার চর্চা তিনি করবেন না।’


আরও পড়ুন: ইসলামপন্থী দলগুলোর ঐক্য হলে ইসলামই হবে দেশের চাবিকাঠি: মুফতি ফয়জুল করীম


ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল করীম আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা কমিটির সহ-সভাপতি  মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিনসহ অনেকে।

]]>
সম্পূর্ণ পড়ুন